বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করেছে পারসোনাল কেয়ার এবং খাদ্যপণ্য উৎপাদনকারী ইউএই-ভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কনজুমার প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড-আইসিপি। তরুণ ও ক্রমবর্ধমান বাংলাদেশের ১৬ কোটি জনগোষ্ঠীর এই বাজারকে প্রতিশ্রুতিশীল হিসেবে মনে করেই যাত্রা শুরু করছে আইসিপি। প্রাত্যহিক স্বাস্থ্য সুরক্ষায় আইসিপি নিয়ে এসেছে মানসম্পন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। এর মধ্যে রয়েছে স্বাদ ও পুষ্টি চাহিদা পূরণে ওয়াও ইনস্ট্যান্ট নুডল্স, আনমোল চিনিগুঁড়া চাল এবং সরিষার তেল এবং রসনা বিলাসে রয়েছে মিল্ক, লিচি এবং ম্যাঙ্গো ফ্লেভারের সেলফি ক্যান্ডি। নিবিড় যতেœ ও পারসোনাল কেয়ারে আছে প্রসাধনীসামগ্রী। উল্লেখযোগ্য ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছেÑ সৌন্দর্য বর্ধন ও ব্যক্তিগত যতেœর বায়োটিক ন্যাচারাল ফেস ওয়াশ, চুলের যতেœর শ্যাম্পু, নারিকেল ও প্রাকৃতিক সমৃদ্ধ তেল, দাঁতের সুরক্ষায় মিরাকেল প্লাস টুথ পাউডার এবং মিরাকেল প্লাস কুলিং অয়েল। বিজ্ঞপ্তি।

http://www.dailynayadiganta.com/detail/news/284978

Leave a Comment