সিলেট: রাজশাহী কিংসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো ইন্টারন্যাশনাল কনজিউমার প্রোডাক্ট (আইসিপি) বাংলাদেশ লিমিডেট।

শুক্রবার (০৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেটের অভিজাত হোটেল নির্ভানা ইন কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী কিংসের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রধান নির্বাহী তাহমিদ আজিজুল হক এবং আইসিপি’র পক্ষে হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন সুরাইয়া সিদ্দিকা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সুরাইয়া সিদ্দিকা বলেন, আইসিপি একটি বহুজাতিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি পণ্য ও ভোক্তাসেবা প্রদানের মাধ্যমে মূলত; জনগোষ্ঠীর সার্বিক কল্যাণ ও সুস্থাস্থ্য নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

একইভাবে আইসিপি বিশ্বাস করে-যে কোনো জাতির সার্বিক উন্নতির জন্য তার স্থানীয় খেলাধুলার উৎকর্ষতা সাধন ও সহযোগিতা প্রদান একান্ত প্রয়োজন। সে সুবাদে আইসিপি আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগে থেকেই রাজশাহী কিংসের সঙ্গে একাত্ম হয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও ধারা অব্যাহত রাখবে।

আইসিপি আরব সংযুক্ত আমিরাত ভিত্তিক বহুজাতিক কোম্পানি। প্রতিষ্ঠানটি আরব আমিরাত, আফ্রিকা এবং পাশ্ববর্তী দেশ ভারতের পর বাংলাদেশেও তার বিখ্যাত ব্র্যান্ডগুলো নিয়ে আসছে বলেও জানান সুরাইয়া সিদ্দিকা।

অনুষ্ঠানে আইসিপি ও রাজশাহী কিংসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এনইউ/এমজেএফ

http://www.banglanews24.com/sports/news/bd/614566.details

Leave a Comment